নির্বাক আমি


          নির্বাক আমি
  নিরব আহমেদ টাইফুন

চোখ থাকিতে অন্ধ আমি
পারি না চোখ মেলতে।
মন যে আমার চায় শুধু
আরো কিছু জানতে।

ভাবছি আমি আনমনা
কেন কিছু জানবো না?
শিখছি আমি প্রতিনিয়ত
আসছে বাধা অবিরত।

হতভম্ব আজ আমি
কেন আসছে বাধা!
জানি আমি কোথাও কিছু
করিনিতো কাজা।

আমি ভাবি আপন আর
আমার ভাবে পর।
আসলেই মানব মন
আজ বড়ই স্বার্থপর।

আসছে না মুখে আজ
কোনো শুদ্ধতার বাঁক।
কতদিন আর থাকতে হবে
আমাকে নির্বাক?









মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Transformation of sentence

বিষ্ময়কর ইংরেজি তথ্য