সাম্প্রদায়িক কারা? কারা জঙ্গিবাদী?

যারা শান্তির কথা বলে এদেরকে গুলি করা হয়  আর যারা অন্য ধর্মকে আঘাত করে তাদদেরকে পুরষ্কার দেওয়া হয়। গত শুক্রবার,এক উগ্র হিন্দু  ব্যাক্তি (টিটু রায়) কাবা শরীফের উপর প্রশাব করতেছে এমন একটা ছবি দিয়ে ফেসবুকে মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তি করে। আমাদের মুসলিম সম্প্রদায় ঐ ব্যাক্তির গ্রেপ্তারের দাবি জানিয়ে মিছিল বের করলে পুলিশ তাদের(মুসলমানদের) ওপর গুলি চালায। উগ্র টিটু রায়কে গ্রেপ্তার না করে উল্টো ৫০ হাজার মুসলমানের উপর মামলা দায়ের করে পুলিশ।  ইতিমধ্যে প্রায় ২০০ মুসলমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।  অপরদিকে ঐ উগ্র হিন্দ ব্যাক্তি(টিটু রায়) বুক  ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। অথচ তার কোনো বিচার হচ্ছে না। আমার প্রশ্ন হলো- মৌলবাদী,সাম্প্রদায়িক জঙ্গিদের বিচার হয় না কেন? যারা অন্য ধর্মের অনুভূতিতে আঘাত দেয়, এরা কি মৌলবাদী নয়?এরা কি জঙ্গী নয়? সংখ্যাঘরিষ্ট ধর্মকে নিয়ে অবমাননা করা একটি স্বাধীন দেশে শান্তির জন্য বাঁধা।  যারা এসবের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয় আর যারা জঙ্গিবাদ,সাম্প্রদায়িকতা সৃষ্টি করে এদের কোনো বিচার হয় না। ভাবতে অবাক লাগে রওশাদ,শ্যামল কান্তি ভক্ত,টিটু রায়দের বিচার হয় না কেন? আমরা শান্তির দেশ চাই,অসাম্প্রদায়িক চেতনার দেশ চাই।
                           -নিরব

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Transformation of sentence

বিষ্ময়কর ইংরেজি তথ্য